-ঃনতুন ভোটার হওয়ার জন্য করণীয়ঃ-
১। অনলাইনে আবেদন করে ভোটারের নাম বাংলায় এবং ইংরেজিতে পরিষ্কার সহ শুদ্ধভাবে লিখে নিবন্ধন ফরম-২ যথাযথভাবে পূরণ করতে হবে।
২। অন লাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। (১৭ ডিজিটের নম্বর নিবন্ধন ফরম-২ লিখতে হবে।)
৩। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। (পি.ই.সি/জে.এস.সি/এস.এস.সি শিক্ষা সনদ)
৪। পিতা এবং মাতার NID সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। (স্বামীর NID প্রযোজ্য ক্ষেত্রে)
৫। পৌরসভা/ইউনিয়ন পরিষদের কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
৬। হালনাগাদ পৌরকর/চৌকিদারী কর/বাড়ি ভাড়া রশিদ অন্যান্য সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
৭। হালনাগাদ ইউটিলিটি বিলের অনুলিপি (বিদ্যুৎ/টেলিফোন/গ্যাস/পানি) ইত্যাদি সংযুক্ত করতে হবে।
৮। বিবাহিত হলে নিকাহনামার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
৯। স্বামীর বাড়ীতে ভোটার হলে কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও প্রত্যয়নপত্রে স্বামীর নাম উল্লেখ থাকতে হবে।
১০। বাদপড়া ভোটারদের ক্ষেত্রে পৌরসভা/ইউনিয়ন এর কাউন্সিলর/চেয়ারম্যান এর দ্বারা স্থায়ীবাসিন্দা মর্মে প্রত্যয়ন এবং আগে অন্য কোন জায়গায় ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হননি এই মর্মে প্রত্যয়ন পত্র দিতে হবে।
১১। প্রবাসী বাদপড়া ভোটারদের ক্ষেত্রে হালনাগাদ পাসপোর্টের প্রথম চার পাতা ও পাসপোর্টের যে পাতায় আগমন প্রস্থান লেখা তারিখ ও সীল আছে সে পাতার সত্যায়িত ফটোকপি দিতে হবে।
১২। নিবন্ধন ফরমের ৩৪ নং ক্রমিকে শনাক্তকারীর ঘওউ নম্বরের জায়গায় যে কোন একজন পরিচিত ব্যক্তির NID নম্বর বসাতে হবে এবং ৩৫ নং ক্রমিকে তাহার স্বাক্ষরের জায়গায় উক্ত পরিচিত ব্যক্তির স্বাক্ষর করতে হবে।
১৩। নিবন্ধন ফরমের ৪০ নং ক্রমিকে যাচাইকারীর নাম: (কাউন্সিলর/চেয়ারম্যান/মেম্বার), ৪১ নং ক্রমিকে যাচাইকারীর NID নম্বর এবং ৪২ নং ক্রমিকে যাচাইকারীর স্বাক্ষর ও সীল দিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস